কেমন হতো যদি তুমি হতে জেলখানার নীল প্রাচীর
আমার বুকে ফ্যানের পাখার মতো ঘুরতে সারাক্ষণ
তুমি তুলে নিতে জল, বিষাদের হলুদ মেঘ, মেদুর শব
কলসি ভরে ভরে; নগরের পাখি সব করে তীব্র রব-
এ রাত পোহাবে না দুচোখ আর দেখবে না তোমায়...
কেমন হতো যদি তুমি হতে বাংলার শাশ্বত মানচিত্র
অস্পষ্ট নদীর দুপুরে আমার চুলে বসতো এক দোয়েল
কতদিন খুঁড়েছি মাটি, তোমার হৃদয় দুচোখ শরীর
মূল বলে কিছু নেই এই বৃক্ষের তবুও আশা আছে...
কেমন হতো যদি তুমি হতে বেহুলা জন্মাতে সেন যুগে
মল্লযুদ্ধে আমি হতাম জয়ী, তলোয়ারের মতো চাঁদের
আলোয় দেখা যেতো একুশ শতকের অদ্ভুত তুমি...
কেমন হতো তুমি না জন্মালে এ জীবন যৌবন সময়
মাথার ভেতর অজস্র ভাবনা হাঁটে যেন র‍্যাম্প মডেল
কেমন হতো যদি তোমার ওষ্ঠের নগরে জমি কিনে
আমার অধর বানাতে পারতো একটি নিজস্ব ফ্ল্যাট...