আমি এখন ব্যর্থতাকেই চরম ভালোবাসি
আমি এখন নিজেকে খেলাতে বড্ড ভালোবাসি।
জঘন্য এপ্রিলের রাত জেগে জেগে শিখেছি প্রথাগত কষ্টকে তুক করার সমস্ত প্রকৌশল
আমি এখন ব্যর্থতাকেই চরম ভালোবাসি
আমি এখন নিজেকে খেলাতে বড্ড ভালোবাসি।
আঙুল গিয়েছে কেটে বাজাতে গিয়ে কষ্টের গিটার
নীল সাবানের মতো ফেনা তুলতে তুলতে হয়েছি শূন্য,
পারিজাতের স্পর্শ বুকে নিয়ে ঘুরেছি কড়া রৌদ্রে
অহল্য ভূমিতে টেনেছি নিরন্তর বেদনার মই।
মৃত ইলিশ মাছের পেটের মতো লৌল হাতে এনেছি রাত
আমি এখন সফলতা দেখলে লাল জলে গোসল করি
মনে হয় দাসে পরিণত হবে একটি সফল স্নায়ু
প্রথাগত সামাজিক চাকচিক্যে বিক্রি হয়ে যাবে শিক্ষা।
আজন্ম ব্যর্থতাকে সুখ ভেবে সাজিয়েছি আমার স্নায়ু
এখন সে মানিয়ে নিয়েছে শব্দের সাথে
সন্ধ্যার বাদুড়ের সাথে করেছে সুখের ভাগ,
যৌথ শ্রমে আর ঘামে ফলায় প্রেম আর কবিতা।
আমার এখন ব্যর্থতাকেই চরম ভালোবাসি
আমি এখন নিজেকে খেলাতে বড্ড ভালোবাসি।