আমি তোমাকেই চাই প্রতিটি সেকেন্ডের নূন্যতম এককে
প্রতিটি রাতের গভীর অন্ধকারে হরিণের নিদ্রার মতো
আঙুলে নখে চোখে কর্নিয়াতে স্নায়ুর সব জটিল পথে।
তোমাকেই চাই যখন ক্লান্তি আসে শিশিরের মতোন
তোমাকেই চাই যখন বৃষ্টি নামে সিংহের গর্জনের মতোন
বাসে ট্রেনে এরোপ্লেনে পৃথিবীর নিজস্ব বর্ণমালায়।
দিগন্ত যখন কৃষ্ণচূড়া নিয়ে নেমে আসে সবুজ প্রান্তরে
নক্ষত্র যখন প্রেম নিয়ে নেমে আসে হলুদ হৃৎপিণ্ডে
জানালায়, দরোজায়, শহরে, মাইক্রোফোনে, এখানে
জলের গভীরে মাছের শরীর ছোঁয়া আলোর মতোন
প্রতিরাতে, মাঝরাতে, তোমাকেই চাই অব্যক্ত অপরাধে।
আমি তোমাকেই চাই সম্ভাব্য সবচেয়ে নিকটতম দূরত্বে
আমি তোমাকেই চাই কৌশলগত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে।