খুনি হতে ইচ্ছে করে
ঘাতক হতে ইচ্ছে করে।
মাথার ভেতরে হঠাৎ ঘাসের স্পর্শ পাই
স্নায়ুর জটিল পথে পথে বাজে ধূসর হারমোনিয়াম,
চোখে লেগে আছে অন্ধকার
ওষ্ঠে লেগে আছে শীতের নদী
তবুও দুঃখ নেই
কোথাও নেই বেদনার এক বিরামহীন বাঁশি।
ভেতরে নিজেই বেজে ওঠি
নিজেই আবার থেমে যাই-
চাঁদ ওঠে হরিণের রাতে
শিকারের রাতে গভীর নীরবে
আমার বুকের কষ্ট হতে হাজার মাইল দূরে
যারা হাঁটেনি এখনও
যারা সবজির স্বাদ পাইনি এখনও
তাদের কথা ভুলে যেতে চাই।
দূর থেকে খসে পড়ে সবুজ সংকেত
ঘাতক হতে ইচ্ছে করে
নিজেকে নিরীক্ষা করতে ইচ্ছে করে
নারীর রজের মতো লাল চোখে
নিজেকে দেখতে ইচ্ছে করে
বসন্তের দুপুরে
ব্যক্তিগত
কক্ষে
খুব
একা।