আমার ভেতরে যেখানে একটি নদী ছিলো যেখানে অনেক মাছ ছিলো যেখানে অনেক জল ছিলো গভীরতা ছিলো যেখানে অনেক শান্তি ছিলো শিশির ঝরতো যেখানে শ্রাবণের জল অনেক আকাশ থেকে নেমে আসতো অপার্থিব বেগে যেখানে অনেক ঢেউ ছিলো প্রেম ছিলো যেখানে পাখির ডানার ঘ্রাণ ছিলো ফড়িংয়ের ছোটাছুটি ছিলো মানুষের গল্প ছিলো যেখানে জন্ম ও মৃত্যুর সহবস্থান ছিলো রহস্য ছিলো যেখানে নগরের কোলাহল ছিলো দূষণ ছিলো যেখানে বাতাস ছিলো নির্মল ফুল ছিলো সতেজ যেখানে রাত ছিলো বিলোল যেখানে ধ্যান ছিলো একান্ত হাঁটার মতো দুপুর ছিলো যেখানে তুমি ছিলে স্পর্শ ছিলো আমাদের যৌথ আবাদের স্বপ্ন ছিলো যেখানে তোমার গালের মতো নৌকা ছিলো পাখি ছিলো সেখানে আমার ভেতরে আজ কেবলি ভাঙনের সুর ধ্বংসের ঢেউ করুণ রোদন।