এ কেমন চলে যাওয়া?
ভেতরে তোমাকে পাবার আকুতি
বাহিরে চির বিদায়ের আয়োজন!
এ কেমন অনুভূতি
কেনো হচ্ছি এতটা জটিল
কেনো ভুলে যাচ্ছি সুখের সরল?
দোটানায় ক্রমাগত হচ্ছি রক্তাক্ত
মাথার ভেতরে ঢুকে যাচ্ছে আরও অন্ধকার
মনে হচ্ছে আমার শরীর থেকে সংখ্যাহীন কষ্টের নদী
সরলপথ থেকে ক্রমেই হচ্ছে জটিল নিয়তি
আর আমি সেই নিয়তির মাস্তুলে বসে দেখি সংশয়
ঝরে পড়ে ফেলে আসা জীবনের বিদীর্ণ বৃক্ষ হতে।
কলাভবনের দেয়াল থেকে চলে আসে সতেজ অত্যাচার
আমি দৌড়াতে থাকি প্রনষ্ট করিডোরে
সানগ্লাসের আঁধার ভেদ করে দেখি
আমি পিষ্ট কুকুরের মতো দাঁড়িয়ে আছি একা।
ভাবতে থাকি আর কী কখনও দেখা হবে না
ফিরে আসা হবে না এই শান্তির আশ্রয়ে
পেতে গিয়ে হারিয়ে ফেলছি স্থিরতা
অস্থির দ্বিধায় দুলে দুলে ঘুরে ভাবছি
তোমার পথ আগলে রাখি
ঈশ্বরের হাতের স্বৈরাচারী ঘড়িটা থামিয়ে দিই
অন্তহীন বরফের মতো আমরা জমে যাই নীরবে।