আমি নিজেই এক অনন্ত ঋতুর নরক
আমি নিজেই পাপের চেয়েও পাপী।
আমাকে আর কতটা কাঁদাবে তুমি
কতটা পুড়াবে অবহেলার শিল্পিত খেলায়?
দহনের আগুনে কেঁদে কেঁদে হয়েছি নিঃশেষ-
আমার দুচোখে মহাবিশ্বের সমস্ত অন্ধকার
আমার হৃদয়ে বেদনার ক্রমাগত পরিকল্পিত হাহাকার।
করতলে বিষাদ রেখে ঘুরেছি নগরে নগরে
দুপুরের চামড়া উপেক্ষার বিষে হয়েছে গভীর নীল
আমাকে আর কতটা তাচ্ছিল্য করতে পারবে তুমি?
আমি যাতনার চেয়েও তীব্র যাতনাময়
আমি বিষের চেয়েও তীব্র দুর্মর উচ্চণ্ড বিষময়
আমার অস্তিত্ব চিৎকার নয়, পাশবিক ভৈরব নাদ-
আমি নিজেই এক অনন্ত ঋতুর নরক
আমি নিজেই পাপের চেয়েও পাপী।