মাঝে মাঝে তোমাকে দেখার আমার ভীষণ ইচ্ছা জাগে-
মনে হয় তুমি দূর থেকে শুনতে পাচ্ছো আমার হাহাকার
ভালোবাসা চোখে নিয়ে দৌড়ে যাচ্ছো জানালার কাছে
জুনের সমস্ত বৃষ্টি নিয়ে আসে তোমার শরীরের ঘ্রাণ।
মাঝে মাঝে তোমাকে দেখার আমার ভীষণ ইচ্ছা জাগে-
মনে হয় তুমি হাওড়ের পাড় বরাবর হেঁটে যাচ্ছো
বাতাসের অভদ্র অত্যাচারে ওড়ছে তোমার শাড়ি
তুমি এক অপূর্ব বৃষ্টি হয়ে ভিজিয়ে দিলে আমার শার্ট।
মাঝে মাঝে তোমাকে দেখার আমার ভীষণ ইচ্ছা জাগে-
মনে হয় তোমার হাঁটার জন্যে ঢাকার প্রতিটি রাস্তায়
রয়েছে আলাদা লেন, তুমি এক শরীর তীব্র প্রেম নিয়ে
চলে এলে আগের রাতে ঠিক করা শাদা কফিশপে
আমি একদিঠিতে দেখছি স্বপ্নের ক্যামেরায় তোলা তোমাকে।
মাঝে মাঝে তোমাকে দেখার আমার ভীষণ ইচ্ছা জাগে-
প্রিয় শহরের ব্রিজের বাতাসে আমরা দাঁড়িয়ে কাছাকাছি
দেখছি নদীর বুকে বয়ে যাওয়া জলের তীব্র স্রোত
তোমাকে আমাকে শেখায় ঘনিষ্ঠ হওয়ার কিছু ত্রিভুজ।
মাঝে মাঝে তোমাকে দেখার আমার ভীষণ ইচ্ছা জাগে-
মাঝরাতে বুকে হাহাকার এলে নিরন্তর খুঁজি তোমায়
মনে হয় তুমি পাশে থাকলে পান করতাম সুখের শরবত
সারারাত কাঁধে মাথা রেখে পড়ে যেতাম প্রিয় কবিতা
একটি হেডফোনে শুনে যেতাম ধ্রুপদি প্রেমের গান
তোমার ওষ্ঠ ছুঁয়ে ভাগ করে নিতাম গ্রীষ্মের সমস্ত তাপ
তুমি বিস্ময়ে কানে কানে বলতে এত প্রেম নিয়ে
এত হাহাকার নিয়ে এত প্রতীক্ষা আঙুলে রেখে
আমাকে ছাড়া তুমি এতদিন ছিলে কীভাবে?