করোটি জুড়ে অনেক ক্লান্তি
হৃৎপিণ্ডে উপচে পড়া সবুজ গল্প
ভেতরের হ্রদে শুধুই বুকচাপা আর্তি
এ নৌকা ভাসবে না, ভাসাতে পারছি না আর।
হ্যালো, এ শহরে কেউ কী আছেন আমার গল্প শোনার
কেউ কী আছেন যাকে বলবো বহুদিনের কষ্টের কথা
আমার দীর্ঘ বছরের স্বপ্নের কথা, ভালো লাগার কথা।
কেউ কী আছেন কোথাও একটু পাশে বসার
একটু সময় নিয়ে
চোখে একটু মায়া নিয়ে
মুখে একটু উৎকণ্ঠা নিয়ে
যে শুনবে রাতফাটা বক্ষের কথা
মানুষের মতো অবিকল বৃক্ষের কথা।