বসে থেকে লাভ নেই যখন বুঝেছি বেলাশেষে
আমার স্বপ্নের ছায়া তখন বসে আছে দূরে।
মাটির বুক থেকে বিশ্বাসী ঘ্রাণ নিয়ে শুয়ে থাকি
কোথাও শব্দ নেই, হলুদ ঝিনুক বালকের হাতে রেখে
ঘুরেছি কতরাত, স্মৃতির মাছি করেছে উৎপাত।
এখন চারিদিকে বেসুরো গলায় মানুষ আমাকে ডাকে-
চোখের চশমায় রূপকথার গল্প ভুলে তাকালে
হয়তো সন্ধ্যার চোখে আজও তুমি অবাক হাসবে।
এতদিন সহজ স্নায়ুর শহরে যদিও চেয়েছি নীল
কাউকে কখনও কখনও অন্ধ কিংবা বধির হতে হয়
ভাঙতে হয় ভুল ঠিকানায় গড়া নিভৃতে নির্জন।