প্রতিটি সেকেন্ডে স্নায়ুতে তুমি তুমি তুমি
প্রতিটি অবসরে স্মৃতিতে তুমি তুমি তুমি
প্রতিটি রাতজাগায় শুধু তুমি তুমি তুমি।
তুমি আমার রক্তের অনন্ত অনুরণনে
তুমি আমার প্রতিটি নীল নিশ্বাসে
তুমি আমার প্রতিটি দুপুরে নিজের সাথে কথা বলা।
তুমি আমার দোয়েল দেখা সুখ
তুমি আমার উৎপাদিত সবজির শান্তি
তুমি আমার সমুদ্র-দেখা তৃপ্তি
তুমি আমার আলুলায়িত চুলের ঘাম
তুমি আমার দশটি আঙুলের স্পর্শ।
প্রতিটি বৈশাখের কৃষ্ণচূড়ায় তুমি তুমি তুমি
শহরের মিছিলে স্লোগানে তুমি তুমি তুমি
প্রতিটি পাখির সন্ধ্যায় তুমি তুমি তুমি
মাছেদের গভীর আলাপে তুমি তুমি তুমি
নক্ষত্রের ঘাতক আলোয় তুমি তুমি তুমি
মেদুর গিটারের সুরে তুমি তুমি তুমি
তুমি আমার এক অদ্ভুত বিষণ্ণ সুখের তুমি তুমি তুমি।