অসমাপ্ত চুম্বন থেকে ফিরে যাওয়া আমি সেই পুরুষ
যার মাংসে সতত প্রবহমাণ সংযমের নদী
যার শিরায় শিরায় শীতের অতলান্ত অভিশাপ।
সঙ্গম থেকেও ফিরে আসা পুরুষ আমি, সেই তাপস-
নারীর নরম বুকের ঘ্রাণ ভুলা সেই চলে আসা
যার শোকে পৃথিবীর বসন্ত হয়েছিলো নক্ষত্রের উপপত্নী
জলের গভীরে পুড়েছিলো মাছের নরম পেট।
তবুও তারা আমাকে ঘৃণা করে, শাপ দেয় প্রতিরাত-
আত্মাকে পরিশুদ্ধ করতে ভুলেছি গোলাপের উরু
পরিচিত শহর কষ্টে পরিণত হয়েছিলো ব্রোথেলে
তবুও তারা আমাকেই ঘৃণা করে, কুৎসা রটায়।
দেহকে ত্যাগ করে যে পাপ করেছি আমি নারীর কাছে
পৃথিবীর ভণ্ডদের কাছে তার তীব্র বিচার চাই।