আমার ভেতরে জেগে ওঠে এক আদিম অমানুষ
স্নায়ুকে সুকৌশলে দখল করেছে যে ভাষা, বোধ
শিখিয়েছে যুগে যুগে তাদের বিশ্বাসের কড়া দূষণ।
আমার ভেতরে সৃজন করা হয়েছে এক আধুনিক বর্বর
যাকে বিদ্যালয়ের বারান্দায় করেছে বেত্রাঘাত
যাকে দমনে দমনে করেছে সমাজের উপযোগী।
এমন কী কোনো স্বাধীন মানুষ আছে এই পৃথিবীতে
কোনো স্বাধীন সমাজ সভ্যতা শহর স্বপ্ন অনিচ্ছা!
কোথাও কিছুই নেই, চারিদিকে কারাগারের দেয়াল
সংসারের শরীরের লোভে কেটে যায় যাদের জীবন
অদ্ভুত সব কক্ষপথ ঘুরে ঘুরে আবার ফিরে আসে।
কেউ স্বাধীন নয়, কোথাও নেই মুক্তির শাশ্বত সুন্দর
চতুর মানুষেরা পেতেছে ফাঁদ তাদের শোভন ভাষায়
তাদের গোলকধাঁধায় আজ আক্রান্ত আমার শরীর
জালবন্দি মাছের মতো ছটফট করে যাই শেষতক।