এক নেশাখোর দুপুরে
কিছু গোলাপ সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে
যখন হৃদয়ে প্রেম নিয়ে হাঁটছিলাম শান্ত নদীর তীরে
জলের দিকে তাকিয়ে
তুমি ভেসে ওঠলে যেন মায়াবী মাছের মুখ
আমার ফুসফুসে ভরিয়ে দিলে তোমার ঘ্রাণ।
দ্রোহে ফেটে পড়লো দমনের ষড়যন্ত্র
সদ্য স্বাধীন দেশের পতাকার মতো
তুমি পতপত করে ওড়তে লাগলে শরীরের বেদিতে।
তুমি ছিলে জন্মের উৎসব থেকে অনেক দূরে-
মৃত্তিকার ওপরে ছিলো তোমার পদচিহ্ন
যেদিন তুমি এসেছিলে শব্দে কিংবা রক্তে
ছুঁয়েছিলে হাত বাঘের থাবার মতো অব্যর্থ
তোমার চুলে কত বাতাস হয়েছিলো খুন
জানতে কি তুমি
আমার হৃদয় ছিলো এক কামভূমি!