একা
যতটুকু একজন মানুষ থাকতে পারে
তারচেয়ে একা
যতটুকু একটি পশু থাকতে পারে
তারচেয়েও একা
বেঁচে আছি।
এই নগরে হেঁটে হেঁটে নিজের সাথে কথা বলা
ভুল আঙুলে দেয়াল ছুঁয়ে
ভুল দৃষ্টিতে কাউকে খুঁজে
বুকের মাঝে কষ্ট চেপে
বেঁচে আছি ভীষণ একা।
এত মানুষ
আমার মানুষ
কোথায় আছে
কোন গলিতে
কোন দুপুরে
কোন সমুদ্রে
পাঁজর থেকে ভেসে আসে
একাকিত্বের ঘ্রাণ
এই শহরে এত খুঁজেও
পাইনি কারও সন্ধান।