ভালোবাসা এই আমাকে ভালোবাসেনি কোনোদিন
কোনোদিন চুমু খেয়ে বলেনি তোমাকে বড্ড ভালোবাসি,
যখন জেনেছে বৈষয়িক সাফল্য আর জুটবে না আমার
যখন বুঝেছে সে সত্যের মতো আমি বিশুদ্ধ ব্যর্থ
থুথু নিক্ষেপ করে চলে গিয়েছে, ফিরেও তাকায়নি-
ঘৃণা আর তাচ্ছিল্যে আমার ভালোবাসা গিয়েছে চলে।
অর্থ নেই বলে ভালোবাসা আমাকে ভালোবাসে না
গাড়ি নেই বলে ভালোবাসা আমাকে ভালোবাসে না
বাড়ি নেই বলে ভালোবাসা আমাকে ভালোবাসে না,
আমি তার দুপা চুয়ে বলেছি আমাকে ভালোবাসতে
চিবুকের নিচে গোলাপের ঘ্রাণ রেখে বলেছি যেয়ো না-
এই শতকের নিকৃষ্ট নোংরা হাসি দিয়ে সে চলে গিয়েছে।
যতদিন সাফল্য ছিলো প্রেমও ছিলো, ছিলো ভালোবাসা
এই হিম সময়ের সভ্যতার তীরে দাঁড়িয়ে ভাবি, টের পাই
আমার বুকে এই সমাজের দূষিত মিউকাস আছে জমে।