কিছুক্ষণ আগেও যে ছিলো প্রেমহীন
সংশয়ে ক্ষত-বিক্ষত এক কঠিন পুরুষ
মুহুর্তেই সে হয়ে গেলো এক ভয়ংকর প্রেমিক
ফুলের মতো নরম তার হৃদয় এখন
টোকা দিলেই ভেঙে যাবে ভীষণ।
যে আজ ফিরে যাবে সে কোনো মামুলি প্রেমিক নয়
সে এক ভীষণ একনিষ্ঠ প্রেমিক
যে প্রেমিকার আরাধনায় মগ্ন থাকবে সারাক্ষণ
ব্যস্ততম চৌরাস্তায় দাঁড়িয়ে থাকবে ঘণ্টার পর ঘণ্টা
সারারাত প্রেমিকার করোটিতে তুলবে শব্দের বৈশাখ
প্রেমিকার চিবুকের কাছে বুনবে শিল্পিত চুম্বন
মধ্যরাতে ঠোঁটে নেশা নিয়ে ঘুরবে পথে বিপথে।
যে আজ ফিরে যাবে তোমার শরীর ছুঁয়ে
যে পথ ফুরিয়ে যাবে গল্প আর খুনসুটিতে
সে ভুলে যাবে মানুষের প্রচলিত জীবন
সে আর ফিরতে পারবে না দুপুরের আড্ডায়
প্রেম তাকে নিয়ে যাবে প্রেমিকার মুখের কাছে
সে ধ্বংস হয়ে যাবে নিজেরই ইচ্ছায়
প্রেম যে পুরুষকে ধ্বংস করে তাকে দেয় পরিপূর্ণতা।