বারবার সংযম করতে গিয়ে নিঃস্ব হয়েছি-
গভীর আলোতে অস্পষ্ট এক প্রলোভন এসে দাঁড়ায়
আমি চোখ বন্ধ রেখে শুয়ে থাকি মৃতের মতো।
স্নায়ুতে আঘাত হানে, হঠাৎ স্রোতে ভেসে যাই কোথাও-
আমাকে এসে প্রলোভন দেখায়, সংযম ভেঙে যায়।
অনন্ত বৈশাখে ব্যর্থতার পোশাক পরে হাঁটি স্বপ্নে
আশা নিয়ে বাঁচি, এবার বুঝি ফলবে সেই ফসল-
নীল বন্যায় কাচের গ্লাসের মতো বিদীর্ণ হয় জীবন।
বইয়ের পাতায় হাত রেখে জ্বলে ওঠি এই আমি বারবার
একটি মায়াপাখি ওড়ে, আমিও ওড়ি তার পিছু-
মাস কেটে যায় বছর কেটে যায় পেকে যায় চুল
জং পড়া লোহার মতো ক্ষয় হয় যৌবনের ভীষণ।
আবার ব্যর্থতার পোশাক পরে দাঁড়িয়ে থাকি নির্বাক
মায়াপাখি ডেকে যায়, বলে এসে চুপিসারে আবার-
কিছুদিন পর ফুল আসলে থাকি ফলের অপেক্ষায়
তখনই মরে যায় জীবনের হাতে রোপিত সাধনার বৃক্ষ
মায়াপাখি, এবার তুমি কোথায়? কোন প্রলোভনে ফের
আমাকে ডেকে যাও? এখনও একটি মশার মতোন
বুকে আশা নিয়ে হতাশা বাড়িয়ে কাটছে এই জীবন।