চালের ট্রাকে জনতার দীর্ঘ সারির মতো বসন্ত
আমার হৃদয় ভেদ করে চলে যাও কেনো বুলেট
যখন পৃথিবীর মঞ্চে আজ সবাই বড্ড বধির।
আকাশে আকাশে ক্ষত এঁকে এঁকে সন্ধ্যা নামে
বুভুক্ষু নদীতে অনাহারে কেটে যায় মৌন জীবন
রক্তের ভেতরে অভাব জেগে থাকে, দিকে দিকে
বেড়েই চলছে মৃত মাছের অবাধ চাষাবাদ।
শিমুলের লাল দেখে সুখের ক্যানভাসের গানগুলো
অনাহারী দুপুরে নিয়ে আসে না কোনো স্বস্তির চিঠি
মেঘে মেঘে তর্ক হলে তুমি বৃষ্টির মতো খসে পড়
দুঃখের বনে হেঁটে হেঁটে বুঝেছি জীবনের ব্যাসার্ধ।
কার কী এসে যায় এই ভাবনায় তুমি যখন হাঁটবে
ছোঁ মেরে চিল নিয়ে যাবে তোমার প্রিয় আহার—
প্রকৃত স্বাদ পেতে হলে বোধে আরেকটু লবণ দাও।