নিজের দূষণে ডুব দিয়ে দেখেছি
কতটুকু হয়েছি দূষণের অধিক
ধীরে ধীরে সুয়ারেজ লাইনগুলো করি পরিষ্কার।
কতদিন পাখি হতে গিয়ে হয়েছি বোয়াল
সেই জীবন সেই সময়
হে সময় হে নীল
উষ্ণতায় উষ্ণতায় তোমাকে আজও ভুলিনি।
দপর্ণে তাকাতেই তুমি বিদীর্ণ হও তীব্র ঘৃণায়
সংখ্যাহীন ক্রোধ ছুঁড়ে দাও আমার শার্টে
তারপর ফিরে আসি কঙ্কালের কাছে
সবাইকে ভুলে গেলে ওষ্ঠ রাখবো কোথায়
এই একান্ত বেদনায়
বোয়ালের জীবন ভুলে ফের পাখি হতে চাই।