আমি এখন একটি কবিতা লিখবো—
জানা নেই
কবিতা কীভাবে কবিতা হয়ে ওঠে?
শব্দের পর শব্দে
বাক্যের পর বাক্যে
সাজালে তুমি কি কবিতা হবে?
শব্দের নিরঙ্কুশ স্বৈরশাসন ছাড়া
আস্থা ছাড়া
যদিও এই পরাধীনতা থেকে মুক্তি চাই
শৃঙ্খলাহীন শৃঙ্খলা চাই
জানি না কী লিখলে কবিতা হয়
কীভাবে লিখলে প্রেমিকা হয়?
এই যে চলো এই বিকেলের বিপরীতে
বিপর্যস্ত সুন্দরের পাশে
গলে যাওয়া গোধূলির ঘাসে
আমরা লিখতে থাকি পরস্পরের ব্যথা...
যদি আমি কবি হয়ে যাই তাহলে প্রেমিক
যদি তুমি কবিতা হয়ে যাও তাহলে প্রেমিকা।