বন্ধুরা ক্রমশ অন্ধকার ভেদ করে পৌঁছে যাচ্ছে কোথাও
নিপুণ আলোয় তাদের চোখ খেলা করে সারারাত
হাতে বুকে চুলে জেগে থাকে অতলান্ত ক্লান্তি।
শারীরিক কসরতের পর সুখের মলিন বিছানায় শুয়ে
ভাবতে থাকে মানুষের জীবনের মতো খুব একা তারা।
সুখ- আসলে সুখ বলতে তেমন কিছুই নেই
কষ্ট- মূলত কষ্ট থেকে উত্তরণের সাফল্যই হলো সুখ
ইদানীং বীজতলা ভরে যাচ্ছে আগাছায়।
চুলের দিকে তাকিয়ে ভাবতে থাকি এই ত্রিশে
জীবনের জটিল জ্যামিতি আরও হচ্ছে জটিল-
একদিন হঠাৎ ফোন আসবে কেউ আমাদের মাঝে নেই
একদিন আমার কথা মনে করে হয়তো তারা কষ্ট পাবে।
নতুন বসন্তে ভরে ওঠে পৃথিবীর কুমারী জমি
যেখানে হতো গল্প প্রতিদিন আজও হয় প্রতিদিন
এইতো সেদিন এক ঝাঁক পাখি এসে গেয়ে গেলো গান
জীবন বহমান
কেবলি আমিই আলো থেকে যাই ক্রমশ অন্ধকারে
অনেক স্মৃতি বুকে নিয়ে করি উল্লাস।