নিজেকে সঁপে দিয়েছি নিরন্তর নিয়তিতে, যা আছে
মেনে নিতে শিখেছি, বিদ্রোহে এখন বিপ্লব অনিশ্চিত।
অনন্ত শীতে এসব জমিতে ফসলের চিহ্ন নেই
অস্ত্র নেই, নেই কোনো শস্ত্র, জয়ের স্বপ্ন বুকে মৃত।
পুড়ে গিয়েছে প্রাকৃতিক নিয়মে নক্ষত্রের নীল বন
ক্ষতে বসে মৌমাছি নিয়ে যায় তার ঋতুর রোদন,
কতদিন হাতের ওপর শিশির নেচে গিয়েছে অগোচরে!
শূন্য আমার আদি উৎসব, উৎপাদিত কষ্টগুলো
রক্তের ভেতরে ফিরে পায় প্রাণ, আমাকে ভেদ করে
পৃথিবীর স্তনে নেমে আসে কষ্টকর শাদা মেঘ,
সকালের বারান্দায় দাঁড়িয়ে দেখি আমি ধীরে ধীরে
ঢুকে যাচ্ছি নিয়তির আশ্চর্য হলুদ গোলকধাঁধায়।