নরক-জর্জরিত পৃথিবীর এই সমতলে
আমার স্নায়ুর গুহায় শুয়ে থাকে এক আদিম ব্যর্থতা,
একান্ত কষ্টের অগার্জম শেষে দাঁড়িয়ে থাকি নৌকায়  
ফুলের শরীর থেকে ওড়ে আসে সুখের আশ্বাস।
রিস্টওয়াচের দিকে তাকিয়ে অতীতের কথা ভাবতেই
মৃত্যু-তাড়না কফির কাপে নিয়ে আসে শ্রাবণের স্নিগ্ধতা,
প্রজাপতির ডানা থেকে বর্ণমালার পাঠোদ্ধার শেষে
স্বকে ছুঁড়ে ফেলে দিই ডিকনস্ট্রাকশনের ল্যান্ডফিলে।