সেই ঘ্রাণ আজও কোথাও নেই, পাখির পালকেও নেই
তেড়ে আসা একটি ট্রাকের চাকায়ও তেমন নেই।
প্রাগৈতিহাসিক বৃষ্টিতে ভিজে ভিজে আমরা খুঁজেছি
নগরের পথে পথে কান পেতে শুনেছি কোদালের কষ্ট-
সেখানেও ছিলো অনেক পাখি, অনেক নীরব আমরা!
সেখানেও ছিলো নদী অনেক জল নিয়ে খুব সুখী
ছিলো নতুন ধানের শরীর হতে নির্গত অনেক স্মৃতি।
আজ আকাশে আমরা খুঁজি সেইসব মৃত মাছের কাঁটা
জোয়ালের মতো ক্লান্তির ভেতরে খুঁজি পৃথিবীর প্রাণ।
শুকিয়ে গিয়েছে স্নায়ুর খাল ছিলো অনেক নতুন ঘ্রাণ
মাছরাঙা পাখির কষ্টে ঘুম ভেঙে যায় আজকাল!
এইসব গ্রামের ভেতরে নেই আর সেই অতীতের ঘ্রাণ
সুপারির বাগানে নেই সেই সুখী মানুষের গল্প গান,
নেই ঘ্রাণ কোথাও আজ নেই প্রাণ কোথাও আজ-
শুধু পাই গন্ধ অন্ধ বন্ধ মানুষ কিংবা সময়ের পাশে
ডাস্টবিনের মতো আমাদের জীবনের, ধ্বংসের।