কেবল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আমার রাত-
নিজেকে ভেঙে ভেঙে জোড়া লাগাতে গিয়ে
নিজেই নিজের ঈশ্বর হয়ে ওঠি।
জীবনের প্রথম আবিষ্কার ছিলো নিজেকে
জীবনের প্রথম উদ্ভাবনও ছিলো নিজেকে
যে বসন্তের সবুজ ভুলে গিয়েছিলো বর্ষার গাঢ় সবুজকে
সে আজ আমার মতো নেশা নিয়ে বাস করে জলে।
প্রাগৈতিহাসিক পথের মোড়ে নক্ষত্রের শাদা বুক হতে
যখন নেমেছিলো বোধ-তাড়িত মেঘ
প্রান্তরে তখন শোকার্ত মানুষের দীর্ঘ মিছিল।
আদিম গোলাপের ঘ্রাণ আজ কোথাও নেই-
যেসব প্রেমিকারা ভোরে দীর্ঘ পথ হেঁটে এসেছিলো
এবং যারা আজও আসে সমুদ্রের জলের ঘ্রাণে
তাদের হৃদপিণ্ডে চিরদিন বিষণ্ণতা খেলা করে।
এমন কষ্ট নিয়েও বেঁচে থাকা যায়
এবং কিছু কিছু প্রাণী কাটিয়ে দেয় তাদের ঋতুগুলো
যে নদী গতিপথ ভুলে চলে আসে দুচোখে
যে ফুল বুকে ভুল রেখে জেগে থাকে প্রতিরাত
মানুষের নিয়তির জ্যামিতিতে তারা স্বস্তি খুঁজে ফেরে।
একান্ত তৃষ্ণা কেটে গেলে ফিরে আসতে হয় ঘরে
তখন জলের আত্মা ছুটে আসে স্নায়ুতে
লাল নীল হলুদ বিচূর্ণ হয়ে ঝরে পড়ে যখন
তখনও পৃথিবীর রঙ্গমঞ্চে কুশীলবরা দেখায় ভেলকি।