আমাদের মন ভালো নেই
আমাদের মন ভালো থাকে না
আমাদের মন ভালো থাকতে নেই।
আমাদের ঘুমাতে হয় কষ্ট নিয়ে
আমাদের ঘুমাতে হয় টেনশন নিয়ে
আমাদের সকাল আসে অশ্রুর বসন্ত নিয়ে
আমাদের বৈশাখ আসে নিরানন্দ নিয়ে
আমাদের উৎসব আসে হতাশা নিয়ে।
আমাদের ব্যক্তিগত কোনো জীবন নেই
আমাদের সুখদ কোনো আশ্রয় নেই
আমাদের জন্যে কারও চোখে প্রতীক্ষা নেই
আমাদের জন্যে কারও হৃদয়ে উদ্বেগ নেই
আমাদের তেমন অর্থ নেই তাই সুখ কল্পপাখি।
আমাদের ঠোঁটে হাসি নেই
আমাদের দুচোখ থেকে ঝরে অনন্ত ঋতুর রোদন
আমাদের হৃদয় থেকে হয় অতলান্ত বিষাদের ক্ষরণ
আমাদের আঙুল থেকে চুয়ে চুয়ে পড়ে হতাশার সন্ধ্যা।
আমাদের দিন কাটে খেয়ে না-খেয়ে
আমাদের প্রহর কাটে আস্তে আস্তে মরে যেতে যেতে
আমাদের ব্রাত্য জীবন কাটে সংকটের রাস্তায়
সমুদ্রে পাহাড়ে সান্দ্র দীর্ঘশ্বাসে।