কে যেন আশা দিয়ে নিয়ে গেলো আমার সব প্রত্যাশা।
অন্ধ হয়ে চলি রাতের গভীরে, বাদুড়ের মতো ওড়ে ওড়ে
পেরিয়ে যায় হলুদ দালান, ঢেউ চলে ট্রলারের মতো।
কতদিন কেঁপে ওঠেছে মশার চোখ, একটি ক্লেদ
কত বিভঙ্গে খেলে যায় পাথরের আমাকে ছুঁয়ে।
আমাকে খোঁজ করতে গিয়ে নিখোঁজ হলো শহর-
হারিকেনে নেই বেদনার হলুদ ডিজেল, তারপরও
গল্প চলে নদীর মতো পৃথিবীর সব গভীর রাতে।
চোখের নিচে চুলের গলিতে প্লাবিত হয় নিম্নাঞ্চল
নোনাপানিতে হয় না আমাদের জীবনের অনেক ফসল-
কে যেন আমাকে বাঁচার সাধ জাগিয়ে মরে গেলো কাল।