অতলান্ত দিবস কাটিয়া গেলো তাহার সহিত সাক্ষাৎ-
তাহার মুখশ্রী কাহারে অন্ধকারে ডাকিতেছে নিরন্তর-
বহুদূর হইতে সমীরণে ভাসিয়া আসিতেছে দেহের ঘ্রাণ
জুড়াইলাম প্রাণ, তবুও একাকী হেঁটে চলি ফুটপথে।
রাতে চাঁদ ও দিনে সূর্য গোয়েন্দার মতো পিছু নেয়-
আমি বোতলের ভেতর শুয়ে শুয়ে ভেসে চলি জলে।
সুচারু সুরস অতি রাতুল অধর ভুলতে পারিনি আজও
ভুলতে পারিনি রিকশায় বসে বসে নীল ত্রিভুজের কথা।
সভ্যতা তার ওষ্ঠে সংক্রমণ নিয়ে দৌড়াচ্ছে দেশে দেশে
কখনও দেখি কখনও ছুঁই শুঁকি দুর্গন্ধ শুনি তুমি তুমি-
ক্যান এত্তো কষ্ট দিলি ভাঙলি আমার মনডা
শাপলার রাইতে ছিলো কত্ত গান কত্ত গল্প
রাস্তায় রাস্তায় ঘুরি আর চুপিসারে তরে খুঁজি-
বুঝলাম আমার দুঃখের নাহি ওর
এ ভরা সন্ধ্যা মাহ অন্ধকার শূন্য হৃদয় মোর