আমি আজ তোমার রূপহীন মুখের মতো খুব একা
সময়ের বিষ খেয়ে খেয়ে হেঁটে চলছি নক্ষত্রের দিকে।
অন্ধকার-বিশ্বাসী মানুষের সাথে গেয়েছি সবুজ গান-
আমার বুকে বিসর্গ চিহ্নের মতো এসেছে কিছু নারী
যাদের শরীরে ছিলো ম্যাজেন্টা রঙের অনেক ঘ্রাণ।
ভরসার চোখে মাচা বানিয়ে যখনই গিয়েছি আমি
খাদে পড়ে যাই, এস এর মতো আশা নিয়ে ঘুরেছি-
ভুল করে ছুঁতে গিয়ে ছুঁয়েছি মাংসের অবারিত শ্রাবণ।
কেঁপে কেঁপে ওঠে কখনও ওঠি কখনো তবলার মতো
সুখের বল্লম ছুঁড়তে পারিনি বলে মানুষ বলে ভবঘুরে!
যে নদী বলেছিলো সেদিন চলে আয় আমার কাছে,
বৃক্ষ বক্ষে নিয়ে মায়া একদিন ডেকেছিলো আয় কাছে
কিংবা দূরের পাহাড় নিয়ে আহার ছিলো বসে প্রতিদিন
তারা ছাড়া আমার আর এখন কে আছে এই যৌবনে।