যখন অভ্যস্থ হয়ে পড়েছি এসিডে, মাছ-চুম্বনের
স্বাদ ভুলে নিত্য নৃত্য করি প্রান্তরের নৈঃশব্দ্যে—
বর্বর নীল-লালে মিশে থাকে তৃষ্ণা, এবং দিনগুলো
যারা বাজার করতে গিয়ে ফিরে আসেনি আজও
কিংবা যুদ্ধের ভেতরে যারা চাষ করে ফুলের
গভীরে যেতে যেতে গভীরতাও কমে আসে যখন
তখন জ্বলে ওঠা বাল্বের পাশে পোকাদের নিয়তি
দেখে বিদূর গোধূলির নিতম্বে এঁকে দিই জিরাফ।
নিজেকে নিজের থেকে পৃথক করতে করতে
গেঁথে ফেলি অস্তিত্বের কাঁথা, জানি কলিতে ঝরে
পড়ে যে ফুল কিংবা গ্লাসের ওষ্ঠে চুম্বনরত রৌদ্রের
মৈথুনের অনুপাতে কেঁপে ওঠে ভেসে ওঠে যেসব
পুরাতন শব্দের পর শব্দ তারাও একদিন ছিলো
প্রখর, এবং এ্যাকুরিয়ামের জলের ভেতরে উল্লাস
করতে করতে গভীরে যেতে যেতে ক্ষয় হতে হতে
ক্ষয়ও ক্ষয় হয়ে যায়—তবুও দুঃখ-উল্লসিত পলিথিন।