গরিবের দেহও গরিব-
গরিবের নখে থাকে ময়লা, শরীরে বিশ্রী ঘাম
চোখে থাকে পিঁচুটি, দাঁতগুলো হয় পিঙ্গলাভ
আলিজালি থাকে মাথার চুল, পরনের লুঙ্গি।


গরিবের খাবারও গরিব-
গপ গপ করে পানি গিলে, কচলিয়ে খায় ভাত
কখনো একবেলা দুবেলা না খেয়েও থাকে
নিয়মিত ফল খায় না, মাংস খায় না
খায় না চকোলেট, বিরিয়ানি, চিকেন ফ্রাই
খিদে পেলে গাবরের মতো গিলে এঁটোকাঁটা।


গরিবের পেশাও গরিব-
গরিব পাছা নেড়ে রিক্সা চালায়, জুতো সেলাই করে
গুলিস্তানে ফেরি করে, সিলেটে মজুর খাটে
সাভারের রাস্তায় ভিক্ষে করে, ভূমিহীন
তবিরত মিয়া বই বাঁধাই করে, জয়নাব শেখ
মাটি কুপোয়, হালিমা বান্দিগিরি করে।


গরিবের ঘর ও তৈজসও গরিব
থাকে ফুটপাতে রাস্তায় বস্তিতে, পরিত্যক্ত জমিতে
দাঁত মাজে কয়লা দিয়ে খায় এঁটোপাতিতে
কাপড় রাখে দঁড়ি টাঙিয়ে বাঁশের আলমারিতে
ঘুমোয় মাটিতে উত্তপ্ত রাজপথে, কাতিয়ায়।


গরিবের জন্মও গরিব
গরিবের মাও গরিব বাপও গরিব
দাদা দাদি নানা নানি সবাই গরিব
গরিবের বউও গরিব সন্তানও গরিব
গরিবের শিক্ষা দীক্ষা অভ্যাস আচরণ,
আশা ভরসা স্বপ্ন বাস্তবতা যৌবন প্রতিবাদ
ভাষা শব্দ সুখ সব, সবই গরিব।