আমার শার্টে ঢুকে যাচ্ছে নগরের কোলাহল
ভীড়ের ভেতরে সর্তক দৃষ্টিতে তাকাতেই
এক দশকের দীর্ঘ স্মৃতি এসে দাঁড়ালো সামনে।
শুনতে পাচ্ছি সংখ্যাহীন ডিম ভাঙার শব্দ
গরম রুটির ঘ্রাণে ভুলে যাই জীবনের জটিল;
পৃথিবীর বেদের দল খুঁজে যাচ্ছে বিষধর সাপ
রাতের গভীরে চুপসে যায় পাখির ডানা
রাজপথ জুড়ে যখন থাকে না স্বপ্নের রুই
আমার বুকে নেমে আসো তুমি তখন।
তোমার পোস্টার লেগে আছে স্নায়ুর দেয়ালে
গভীর অন্ধকারে সে পোস্টার হৃদয়ে কথা কয়।