ছিলাম পৃথিবীর দীর্ঘতম জটিল বাক্য, যতিহীন—
তুমি যতি দিয়ে আমাকে বুঝতে চাইলে
আর রূপান্তর করলে শিল্পিত যৌগিক বাক্যে।
বুঝনি, এই ক্ষোভে রূপান্তর করলে সরল বাক্যে
তোমার মুখে তৃপ্তির অর্গাজম, তারপরও কোন
ওহিতে আদিষ্ট হয়ে আমাকে আরও বুঝতে চাও?
সরল আমাকে ভেঙে ভেঙে পেলে কিছু শব্দ
শব্দকে ভেঙে বর্ণ, তারপর ধ্বনি, তারপর—
তুমি কী জানো না ভাঙতে ভাঙতে মানুষটি মরে যায়!