একদিন ফুরিয়ে যাবে এই নিয়তির রাত
ভেতরের কুয়াশার মাঠ পেরোতে গিয়ে
যে পাখি উড়ে যায় পরিচিত জনপদ ছেড়ে
আমি যেনো কার মতো সমুদ্র বুকে নিয়ে
জলের কানে চুপিচুপি বলি আজন্ম আর্তনাদ
বিদায়, নিজের কাছ থেকে নিয়েছি বিদায়।


ফুলে ফুলে রাজপথ গিয়েছে ভরে তোমার
সমুদ্রের জল ফুরাবে না জেনে এই উল্লাস
এইসব শস্য পুষ্ট হয়েছে এই নদীর জলে
বাঁশি বাজিয়ে চলি তবুও বধির শহরে শহরে
কিছু কথা ঠোঁটে নিয়ে চাঁদ ডুবে গেলে
ভেতর থেকে বেরিয়ে আসে রঙিন নিশাচর।


অন্ধের এই নগরে চিত্রকলা কাকে দেখাবে
নিজেকে কতদিন এঁকেছি নিজেরই দেয়ালে
কেউ দেখেনি ভেতরে কষ্টের নিভৃত বনভূমি
দৃশ্যের শরীর হতে ফিরে আসা এই ছায়া
জানি না আগুন কেনো জ্বলে ওঠে এইভাবে
আকাশে যে মেঘ ভাসে আমি তার পিতৃরূপ।