স্টেডিয়ামে গালে হাত দিয়ে বসে আছে অনেক রোদ
পাশে তার শিশির প্রেমিকা, নগরের ওয়াচ টাওয়ার
থেকে এক ঝাঁক পাখি চুম্বন নিয়ে চলে গেলো দূরে।
একদিন আমার হাতেও ঘ্রাণ ছিলো, এখন প্রতিটি ভীষণ
সকালে শরীরে আগুন লাগিয়ে করি তোমার প্রতীক্ষা,
কোথাও নেই সেই শৈশবের ধূসর মাটির ব্যাংক, স্মৃতিগুলো
রাখার মতো কোনো সিন্দুক নেই, তুমি ছিলে
তাই অনন্ত বৈশাখে পান করেছি মানুষের মানচিত্র।
ভুল জনপদে হাঁটবে যারা তারা ভুলে যাবে শপথ
আহত মেঘ বুকে নিয়ে হন্তারক উদ্যত শাবল হাতে
সুকৌশলে ঢুকে যাচ্ছে আমাদের স্নায়ুতে, চারিদিকে যুদ্ধ
নিয়মের বালাই নেই আর, হাতে কৈশোরের গুলতি
তাক করে আছি রাতের সব নক্ষত্রের দিকে আজও।
বাজারে বাজারে সবজির ভীড়, সন্তপর্ণে কাছে যেতেই
কয়েকটি শালিক ছুঁড়ে দিলো সভ্যতার তীক্ষ্ণ ঘৃণা।