মনে পড়ে যায় যতবার পেরিয়েছি এই পথ।
একদিন এপ্রিলের সকালে তুমি হাঁটছিলে এলোচুলে
গাল থেকে খসে খসে পড়ছিলো বাদামি রঙের ঘাম
পানির বোতল থেকে পান করছিলে সবুজ শান্তি
আকাশের নীলে নীলে ছিল তখন গভীর প্রেম।
কতদিন কেটে গেলো এ পথে তোমাকে দেখে দেখে
কতদিন পেরিয়ে গেলো তোমাকে ভাবতে ভাবতে!


মনে পড়ে যায় যতবার পেরিয়েছি এই পথ।
একদিন সন্ধ্যায় পৃথিবীর সব প্রেম চোখে এলে
তোমার হাতে হাত রেখে হেঁটেছি এই পথে সেদিন
পাশাপাশি বসে দেখেছি সময়ের মঞ্চে চতুর উৎসব।
অদ্ভুত মায়াবী সকালে রিকশায় করে ঘুরেছি আমরা
জুনের সমস্ত বৃষ্টিতে ভিজে ভিজে নিয়েছি চুলের ঘ্রাণ
ডিসেম্বরের রাতে আমাদের কাপড়ে ঝরেছে শিশির
তোমার হাঁটার ছন্দে কুড়িয়ে নিতাম মহুয়ার ফুল।


মনে পড়ে যায় যতবার পেরিয়েছি এই পথ।
বৈশাখের দুপুরে তোমার লাল শাড়ির নীল নেশায়
পথের দু'ধারে কৃষ্ণচূড়া নত হয়ে করেছে অভিবাদন
এই পথে হেঁটে হেঁটে এঁকেছি কত শত সুখের আলপনা
তারস্বরে গেয়েছি যৌথ গলায় হাসি আর উল্লাসের গান।
এই পথে তোলা ছবিতে লোড হয়েছে ক্যামেরার মেমরি
স্নায়ুতে রয়ে গেছে সেইসব অভিমান আর বিষাদ।


মনে পড়ে যায় যতবার পেরিয়েছি এই পথ।
জলের হাঙর দেখেছি একদিন আকাশের মেঘে মেঘে
বৃষ্টির জলে দেখেছি হৃদয়ের সেইসব করুণ রোদন
সন্ধ্যার জানালা স্তব্ধ হলে এ পথে গিয়েছি তখন
তুমি ওড়ে ওড়ে চলে গেলে নদীর স্রোতের মতোন।
যে বৃষ্টি একবার ঝরে পড়ে আকাশের বুক হতে
যে পাতা একবার ঝরে পড়ে গাছের হৃদয় হতে
যে শিশির একবার ঝরে পড়ে তার মাতৃ শিশির হতে
ফিরে আসে না কখনও এই পথে যতবার এসেছি আমি।


মনে পড়ে যায় যতবার পেরিয়েছি এই পথ।