একটি সরলরেখা
যদিও ততটা নয়
চেয়েছিলো একটি
শাদা শার্ট পরে—
সময়ের চতুরতায়
অস্তিত্বের ধাঁধায়
প্রজাপতির পেছনে
দৌড়াতে দৌড়াতে
রূপান্তরিত হলো
এক জটিলরেখায়;
এবং স্বপ্নের ভেতরে
স্বপ্ন আঁকতে আঁকতে
উঁকি দিলো সন্দেহ
বিভ্রম চতুর্ভুজের পাশে
ডানা ঝাপটায় ক্লান্তি—
বীজের ভেতরে যেমন
লুকিয়ে থাকে মহিরুহ
কিংবা জীবনের ভেতরে
গলে পড়া অন্ধকার
জটিল হতে হতে এবার
যতবার সেই প্রজাপতি
পুরোনো পথের চিহ্ন
মনে পড়ে বোধের ধূসরে—
যে জল পরিণত হয় বৃষ্টিতে
সে কি কখনও ফিরতে
পারে তার মাতৃচক্রে?


Return to Self


A linear line
Though non-linear
Wished to wear
A whitish shirt—
Stuck in a web of time
And in a maze of existence
Metamorphosed into
A complex line;
In a dream
Planting dreams after dreams
And in abeyance
Around an unruffled quadruple
Flapping the wings of self—
Like a gigantic tree unsprouted
In a seed
Or endless melting darkness
In a deep-down soul
Getting so intricate
That compels to trace the
Path once travelled by
Still photographic—
Is there any way to
Get back to where once
This raindrop dismembered
From the abode of rains.