১.
সুখকে ভাড়া দেবো
কিছু কষ্টের জন্য।


২.
কসাই যেমন করে কাটে মাংস আবেগহীন
তুমিও আমার ওষ্ঠ ছুঁয়েছিলে ওষ্ঠ বিহীন।


৩.
একটি পাখি উড়তে উড়তে আকাশ হয়ে গেলো।


৪.
দুইকে জানা সম্ভব নয় একের অস্তিত্ব ছাড়া
আমরা দুজনা একই নদীর মিলিত দুটি ধারা।


৫.
তোমার আঙুলের মেদুর স্পর্শ
আমার তৃষিত বুকের ক্ষীণধারায়
বৃষ্টির মতো ঝরে পড়ে অবিরত।


৬.
যুদ্ধ করে বাঁচতে শেখো
যদি মানুষ হতে চাও
সূর্যের মতো একা একা
পরার্থে জ্বলে যাও।


৭.
কষ্টও ইদানীং হয়েছে পথভ্রষ্ট
আমার বিরহে হচ্ছে বড্ড নষ্ট।


৮.
আহত হতে হতে আর কতটুকু হবো আমি নিহত
জানি তোমার ওষ্ঠে কোনোদিনও হবো না গীত।


৯.
কাটছি যতই সাঁতার
কাটছি ততই আবার।


১০.
এবার যাবে কোথায় সোনা
তোমারে করেছি দারু-টোনা।