আমাকে আর কতবার ভাঙবে নারী
কতবার পুড়াবে সুতীব্র কান্নার বর্ণমালায়?
তপ্ত চুলায় হাত রেখে রেখে নিজেকে পুড়াই
রূপান্তরিত ফানুস হয়ে অবহেলায় ওড়াই,
ঘুমানোর রাতে চিবুকে হাত রেখে জেগে থাকি
সহ্যের ত্রিভুজ পেরিয়েও বেদনায় ভাঙে বুক
এ কেমন দুখ তুমি দাও আমায়, বলো হে নারী
এ কেমন দুখ, এ কেমন যন্ত্রণার অবাধ জোয়ার!
সুখের উষ্ণতা কবেই গিয়েছি আমি ভুলে
অনন্ত কষ্টের রাতে তাই নগ্ন নিরুপায়,
হাড়ের ভেতরে খুঁড়ে খুঁড়ে দেখি একান্ত সুখের প্রত্ন
চোখের রোদন সেঁচে সেঁচে দেখি আনন্দের অতীত
দেখি সবকিছু শূন্য হতাশায় মোড়ানো জীবন
ঢেউয়ে ঢেউয়ে একটু একটু করে অস্তিত্ব হারাই।
ভুলতে যেয়ে নখের বিপরীতে থাকি দাঁড়িয়ে একা
ঝরা পাতার সঙ্গীতে আমিও ঝরে যাই বারবার
কোথাও নেই তেমন আশা, ছেড়ে যায় সব গাড়ি
আমাকে আর কতটুকু পিষবে, বলো তুমি নারী?