একা একা রাতে করি শিকার
একা একা প্রতিরাত খুব একা
নিজের সাথে
স্বপ্নের সাথে
অনেক রঙের সাথে,
বিড়ালের মুখের ঘ্রাণ বুকে নিয়ে
সাপের শরীরের ঘ্রাণ বুকে নিয়ে
নিয়ে অনেক রং শরীরে শরীরে
হেঁটে চলি
দৌড়ে চলি
নিজের সাথে নিজেই বারবার।
আবার ফিরে আসে স্মৃতির রং
আবার ফিরে আসে সময়ের রং
মাথার ভেতর
রক্তের ভেতর
নখের ভেতর।
অনেক মাথা নিয়ে চলি এখন
অনেক হাত, অনেক লাল চোখ-
নদীর ঢেউ ভালোবেসে সব হারালাম
শীতের ঝরা পাতা ভালোবেসে সব হারালাম
কোনো চাওয়া নেই মানুষের হৃদয়ে
কোনো স্পর্শ নেই আমার হরমোনে।
গরুর ওলানের সুখ নিয়ে একা চলি
পাখির লোমের তাপ নিয়ে একা চলি,
করি শিকার জানালার কাছে
আলো এসে খেলা করে যখন
আলোহীন খেলা করি যখন
নিউরন পান করে হই মাতাল,
তারপরও করি শিকার
একবার
দুইবার
বারবার
নিজের সাথে, লবণের সাথে,
মৃত স্মৃতির চিতার সাথে
পারিজাতের নীলের সাথে।
ভালোবাসা বুকে নিয়ে করেছি উৎসব
ঘাসের ওপর শুয়ে শুয়ে নিয়েছি নিঃশ্বাস
কনসার্ট থেকে ভেসে আসে সোল্লাস
রাতের চুল থেকে আসে তীব্র চিৎকার,
কোনো চিঠি নেই
কোনো বার্তা নেই!
নিজের কাছে লিখি বেদনার কাব্য
নিজেকে নিজেই শুনাই কষ্টের কবিতা
স্বমেহনের সুখ নিয়ে জেগে থাকি,
তারপরও করি শিকার
একটি রুইমাছ
একটি প্রিয় রাত
একটি বসন্ত
একটি হলুদ স্বপ্ন
একটি সুচারু চুম্বন
একটি নীল শাড়ি
মৃত সব হাঙর
করি শিকার বারবার
যেমন করে প্রতিবার
যেমন করি প্রতিবার।