ইদানীং আমার অভিমানেরা জিমে যায়
নিয়মিত পুশ-আপ লিফট-আপ করে
সকালে জগিং করে, হেডফোন লাগিয়ে হাঁটে, দৌড়ায়,
নিয়মিত ডায়েট করে, দামি পোশাক পরে
স্লিম ফিগারে তারা আমাকে প্রলুব্ধ করে,
তাদের পয়েন্টি নিপলস আমাকে প্রতিদিন ডাকে
বিছানায়, পার্কে, বৈকালিক আড্ডায়, উৎসবে।
তেমন রুচি নেই, শরীরে কিংবা মনে
তেমন সাধ নেই গন্ধের কিংবা স্পর্শের
জলের ভেতরে শুয়ে আছি
আলোর ভেতরে শুয়ে আছি
বাতাসের ভেতরে শুয়ে আছি।
তাড়নাগুলো এখন বধির
কামনাগুলো এখন অন্ধ
সাধগুলো এখন পঙ্গু
সেকেন্ডের নূন্যতম এককেও অভিমানে কাটে জীবন-
আর প্রয়োজন নেই, তেমন কোনো তাড়া নেই
তেমন কোনো সাঁতার নেই সময়ের পুকুরে, তাই
শাড়ি পরে কাছে আসে
নৃত্য করে
নগ্ন করে বক্ষ
যদি ভাঙতে পারে অভিমানের তালা
যদি ভাঙতে পারে নীরব নীরবতা
যদি ভাঙতে পারে আমার মতো বৃক্ষ।