চারিদিকে সবুজ কাকের ভীড়
বৃক্ষের নীল পাতাগুলো চেয়ে আছে নক্ষত্রের দিকে
দীর্ঘ একটি বর্ষায় কোথাও কোনো পিঁপড়ে নেই।
যদিও আর শুনতে চাই না প্রথাগত কণ্ঠের গান
তবুও কিছু প্রৌঢ় আগুনের পাশে বসে শিস বাজাচ্ছে
বাজার ভরে যাচ্ছে পরিচিত কণ্ঠের হল্লায়
ধীরে ধীরে জনতার স্নায়ু ভরে যাচ্ছে অস্পষ্ট বর্ণমালায়।
দেয়ালে দেয়ালে নারীর গলার মতো স্লোগান
আমার দিকে তাকিয়ে আছে অনন্তকালের মতো,
দুপুরের রৌদ্রে নিজের ছায়ার হাড় দেখে চমকে ওঠি।
এদিকে স্বপ্নের ভেতরে দেখি অনেক হায়েনা
পৃথিবীর বাগান থেকে অজস্র দূষণ ডাকাতি করে
বুনে দিচ্ছে মানুষের রক্তের ভেতরে সবুজ হিংসা-
ঘুম ভেঙে গেলে দুচোখে দেখি আজও
প্রেমিকার চুম্বনের মতো চারিদিকে আমার জন্য
প্রতীক্ষা করছে যুগের সমস্ত আর্তনাদ।