সাবানের মতো আমি রোজ কষ্টের ফেনা তুলি
একটু একটু করে গলে যাই, ক্ষয় হয় অনেক স্মৃতি
নীল ঘ্রাণ, লাল ছোঁয়া, কমে আসে নিউরনের চাপ।
প্রতিদিন গলে যাই একা একা সাবানের মতো আমি
শরীরে লেগে থাকা বেদনার ফেনা ধুয়ে ফেলি,
নিঃশব্দে নিঃশেষ হয়ে যাই হয়ে যায় সকালে বিকালে
গভীর রাতে আঙুল থেকে ওষ্ঠ থেকে মুছে যাও তুমি।