আমাদের প্রত্যেকেরই কিছু-না-কিছু বাস্তবতা থাকে।
এমনকিছু বাস্তবতা যা সহজে অতিক্রম করতে পারি না
এমনকিছু বাস্তবতা যার বিরুদ্ধে কোনো অস্ত্র নেই
নেই তেমন কোনো প্রতিরোধ, কোনো প্রতিষেধক।
আমাদের হাত-পা বাঁধা থাকে নিয়তির অদৃশ্য শেকলে
আমরা ইচ্ছে করলেও তা ভাঙতে পারি না
আমরা ইচ্ছে করলেও তা এড়িয়ে চলতে পারি না।
তারা আমাদের বৃত্তের মতো ঘিরে ধরে দিনরাত
তারা গাণিতিক হারে এসে জ্যামিতিক হারে ক্লান্ত করে
তারা আমাদের স্নায়ুর বসন্ত কেড়ে নেয় অষ্টপ্রহর
তারা আমাদের বুকের ভালো লাগাগুলো খুন করে।
আমাদের প্রত্যেকের বুকে একান্ত অনেক আঘাত থাকে
প্রতিটি রাতে আমাদের দুচোখে অনেক রাতজাগা থাকে
না-বলার মতো আমাদের হৃদয়ে থাকে গভীর যন্ত্রণা।
আমাদের সবার নিজেদের মতো করে বাস্তবতা থাকে
আমাদের প্রত্যেকেরই কিছু-না-কিছু বাস্তবতা থাকে।