আমার সাথে পাথর কাটিয়েছে অনেক রাত
বেদনা শিখে শিখে হয়েছে দৃঢ় তার শরীর,
যাকে গড়েছি আমি যাপিত সময়ের করুণ রসে
সে-ও গিয়েছে চলে নর্দমার পচা জলের মতো।
অনেক আগে পৃথিবীর রং ছিলো আমার মতো
অনেক কষ্টের মতো ছিলো তখন আকাশের রং-
মেঘের সাথে ছিলো আমার তুমুল সুখের সংসার
বেদনায় আজও কালো হয় কেনো মেঘের ফর্সা মুখ?
যাকে পেয়েছি আমি ভেজা কয়লার মতো অন্ধকারে-
কষ্টের চিঠি ওষ্ঠে করে নিয়ে আসে নতুন শিশির!
অবহেলা আমাকে শিখিয়েছে কীভাবে বানাতে হয় নদী
কীভাবে বানাতে হয় জীবনের বিচিত্র নীল পাহাড়
তীব্র তৃষ্ণায় হাতে এক গ্লাস পানি নিয়েও
কীভাবে প্রতীক্ষা করতে হয় মাসের পর মাস।