আর কতদিন ঝুলে থাকতে হবে নীল তেঁতুল গাছে
আর কতদিন আমার ভেতরে নরক হেঁটে বেড়াবে!
করতলে আলো, তবুও চারিদিকে এত অন্ধকার
আমাকে চালিত করো অনন্ত আলোর দিকে
অনন্ত নক্ষত্রের জীবনের মতো অসীম রাস্তায়।
নুয়ে পড়েছি নীল শিশিরে, প্রান্তরে সবুজ নেই-
প্রজাপতির পাখার রং জীবনের মতো বিবর্ণ যখন
আমাকে চালিত করো তুমি রঙের ভেতরে।
দুপায়ে ক্লান্তি, তবুও বসে আছি মুক্তির আশায়
আজন্ম পরাজিত, নেই কোনো স্বাধীনতা, নেই শব্দ-
বুকের ভেতরে স্নায়ুর ভেতরে তুলি হাহাকার দ্রোহ
এখন আলো চাই, গভীরে আঙুলে বুকে তীব্র আলো।