একা হয়ে ওঠার মুহূর্তে
তুমি এসে ছিনিয়ে নাও একাকিত্বের চাপাতি
মুহূর্তে ভেসে ওঠে দৃশ্যের সহিংসতা।
রাত যত গভীর হয় তুমি তত নিকটে আসো
চোখে
         বিছানায়
                      কফিনে
গাঢ় আলোতে যেতে দ্বিধা নেই
যদি আমরা খুঁড়তে খুঁড়তে কবর হয়ে যাই।
মানুষ মূলত তার স্মৃতির যোগফল
পচনশীল ফুলের মতো তার অস্তিত্ব
তা জেনেও হাঁটছি একলেনের রাস্তায়
নিজেকে ক্রমাগত ভেঙে ভেঙে দেখি
আমার চেয়ে আমার মাংসগুলো আরও একাকী।
তেমন কিছুই চিনি না ভেতরের শহর
তবুও চেনা মনে হয় সরল বিশ্বাসে—
নিজেকে বেদনার আদর্শ মানদণ্ড ধরে
সূর্যের দিকে ছুড়ে দিই জটিল সিনট্যাক্স।