আমাকে ওড়িয়ে নিয়ে যাও নিয়ে যাও বেদনার ইগল
আকাশের অনন্ত নীলে ভেসে বেড়ানো মেঘের শরীরে
পৃথিবীর সমস্ত কষ্ট বুকে নিয়ে জেগেছি অনেক রাত
জলের ওপর তারপর ফেলে দাও ফেলে দাও আমায়-
ঘুরতে ঘুরতে একদিন সমুদ্রের স্রোত আসে যেন বুকে
নরকের সমস্ত সতেজ উত্তাপ নিয়ে জীবিত ছিলাম
শুষে নিলে পেতে পারি হয়তো অমল জীবনের গান।
আমাকে নিয়ে যাও নিয়ে যাও জুনের সমস্ত বাতাস
পৃথিবীর সব দেশের রূপ নিয়ে আমাকে আরও ওড়াও
গভীর জীবনের পরতে পরতে বিশৃঙ্খল সুখের খাটে
আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও ঘুম পাড়িয়ে দাও-
প্রাগৈতিহাসিক পথের যাত্রী আমি এক মহাক্লান্তির
আমাকে নিয়ে যাও মানুষের লোভের ওষ্ঠ হতে।
আমাকে চালিয়ে নিয়ে যাও নিয়ে যাও অচিন সাইকেল
এই ক্লান্ত সকালের প্রতিফলিত আমার আমি হতে
চেয়েছি জলের গভীরে রুইমাছের সাথে কাটাতে রাত
গরানের ওষ্ঠে ওষ্ঠ রেখে করি জীবনের স্বাধীন আবাদ
চেয়েছি চিরকাল অন্ধকার বুকে নিয়ে খেলবো তুমুল
কাঠগোলাপের প্রেমে পড়ে কাটাবো প্রেমিক জীবন-
এইসব ক্লান্তি ক্লেদ হলুদ বমি পচা স্নায়ু প্রলোভন হতে
আমাকে চালিয়ে নিয়ে যাও দূরে অনন্ত শান্তির সৈকতে।