আমার দশটি আঙুল এখন অনেক নিবিড় স্পর্শ চায়,
স্পর্শের জন্যে তারা প্রতিরাতে মিছিল করে শাহবাগে
প্যারিসে নিউইয়র্কে লন্ডনে; শব্দের পুলিশ ছুটে আসে,
জব্দ করে অবাধ স্বাধীনতা, স্বপ্ন, সাধ; নীল জেলের
ভেতরে তারা নাচে গান গায়, জেল ভেঙে চলে আসে,
ফের মিছিল করে, সহিংস সংঘর্ষ; রাস্তায় রাস্তায় মৌন
স্লোগানে মুখর, চলে নিরন্তর ভাঙচুর, লুণ্ঠন, খুন, গুম-
বোধের বিচিত্র ট্রুপস ধূসর নেকড়ের মতো তেড়ে আসে
জারি হয় নানা বিধান, চলে স্বৈরশাসকের মতো দমন।
তবুও তারা স্পর্শ চায় ফুলের ফলের নদীর হাতের, কিছু
ঘাসের বুকে জমে থাকা নীরব শিশিরের, লাল-পরা এক
চুমোর, স্নেহের ও ওষ্ঠের সুখদ স্পর্শ চায়, বাজাতে চায়
মাংসের গিটার, ছুঁয়ে দেখতে চায় পেশল ফল, বগল
বিস্ময় নিয়ে স্পর্শ করতে চায় মধ্যরাতের নির্মল অগ্নি,
পর্যটন করতে চায় মাংসের সব জানা-অজানা ভূগোল।